২৩ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- তেতুলিয়ায় বিদ্যুৎষ্পষ্ট শাকিল নাম এক রংমিস্ত্রির মত্যু হয়ছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা শালবাহান ইউনিয়নের গ্রীণ কয়ার চা কারখানায় কাজ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। মত শাকিল হাসন (১৮) পঞ্চগড় সদরের মসজিদপাড়া গ্রামের শাহজাহান আলীর পুত্র।
জানাযায়, গ্রীণ কয়ার চা কারখানায় রং মিস্ত্রি হিসেবে কাজ করতে শাকিল। প্রতিদিনের মতো রংএর কাজ করার সময় কারখানার উপড়ে উঠে। এসময় উপরে দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্ট বিদ্যুতের লাইন মাথায় লেগে আটকে যায়। পরে কারখানার লোকজন ছুটে এসে শাকিলকে উদ্ধার করে দ্রুত তেতুলিয়া হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ড. হারুন আর রশিদ তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে কারখানার ম্যানজার মঞ্জুরুল আলম জানান, নিহত শাকিল ঠিকাদারের অধীনে রং মিস্ত্রির কাজ করত। কোন য স ছাদের উপরে উঠছিল সেটাই বুঝতে পারছিনা। হঠাৎ কারখানার লোকজনের চিৎকার শুনে অফিস থেকে বাইর এসে শাকিলকে অচতন অব¯ায় দেখে দ্রুত হাসপাতাল পাঠানো হয়।
তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং একটি ইউডি মামলা রুজু করা হয়। পরিবারর পক্ষ থেকে কোন দাবী না থাকার আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।