২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে ফিরে এলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই জাতি গড়া সম্ভব নয়……….ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে : জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তালতলীতে সাবেক শ্রেষ্ঠ ইউপি সদস্যের মানবেতর জীবনযাপন। আজকের ক্রাইম-নিউজ

তালতলীতে সাবেক শ্রেষ্ঠ ইউপি সদস্যের মানবেতর জীবনযাপন। আজকের ক্রাইম-নিউজ

(তালতলী প্রতিনিধি)

বরগুনার তালতলী সদর উপজেলার বড়বগী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বর) স্বপন হাওলাদার সহজ সরল মানুষ, সততার কারণে দুই বার পেয়েছিলেন বরগুনা জেলায় শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসেবে পুরষ্কার, এলাকায় অনেক উন্নয়নের কাজ করেছেন, সকলের কাছে স্বপন মেম্বার নামে পরিচিত।

সম্পত্তি বা জায়গা জমি বলতে ছিল একটি সরকারি খাস জমি ওই জমিতে বসবাস করত স্বপন হাওলাদার, অবৈধ স্থাপনা উচ্ছেদে ভেঙে ফেলা হয় তাঁর স্বপ্নের বাড়ি, বৃদ্ধ মা ও স্ত্রী সহ তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সাবেক এই ইউপি সদস্য।

একসময়ের ইউপি সদস্য পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের দুঃখ, সুখের কথা শুনতেন, ভাগ্যের পরিহাসে তাকে এখন ছোট্ট একটি চায়ের দোকানে দিয়ে সংসার চালাতে হচ্ছে। স্বপন তালতলী সদর উপজেলার বড়বগী ইউনিয়নের তালতলী উপজেলা পরিষদের সাথে তালতলী পাড়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে। তার বয়স ৪৫ বছর।

এর আগে তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তালতলী পাড়া এলাকায় ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। গ্রামের অবকাঠামো উন্নয়ন করলেও তিনি তার ভাগ্যের পরিবর্তন করতে পারেননি।
বর্তমানে তিনি যে ঘরে বসবাস করেন সেটি ঝুঁকিপূর্ণ। ঝড়-তুফানের মধ্যেও তিনি ঘরটি ছেড়ে কোথাও যান না। এ ঘরটি তার শেষ ঠিকানা।

কয়েকজন প্রতিবেশী জানান, মেম্বার থাকাকালে স্বপন সততার সঙ্গে কাজ করেছেন। সব সময় অসহায়দের পাশে ছিলেন। এখন তিনি নিজেই জীর্ণশীর্ণ ঘরে বসবাস করছেন।

স্বপন হাওলাদার বলেন, লোকলজ্জার ভয়ে দূরে গিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেছি। শেষ সম্বল টুকু সরকারি খাস জমি ছিল এখন তা ভেঙে ফেলা হয়েছে, একটি ঘর পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019