২১ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত বর্তমান মেয়র মো: সামছুল হক প্রার্থী নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫হাজার ৭২৫ ভোট নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী ¯^তন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে এমএম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩হাজার ৭৫৮ ভোট। বিএনপির মনোনীত প্রার্থী মো: শাহাজালাল কাজল ধানের শীষ প্রতীক ৩হাজার ৭১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: রাজু আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। মাটিরাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন। ভোট গ্রহণ হয়েছে ১৩হাজার ১৯ ভোট। ভোট গ্রহণের হার ৬৯.৫৬%।
রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও অন্য কোনো কেন্দ্রে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। নারী ভোটারদের উপিিস্থতি ছিল লক্ষ্যনীয়। তবে বিএনপির প্রার্থীর পক্ষ হতে আওয়ামীলীগের হামলায় ৩জন কর্মী আহত হওয়ার অভিযোগ করেছে। র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার-ভিডিপির নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যজিষ্ট্রেড নিয়োগ দেয়া হয়