২২ নভেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী তিন প্রতারককে আটক করে পুলিশ দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-শিবচর পৌর এলাকার আলতাব উদ্দিন তালুকদারের ছেলে মজিবুর রহমান তালুকদার (৫৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান বাবু ও শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, মজিবুর রহমান তালুকদার নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটির চেয়ারম্যান, আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ এবং মামুনুর রহমান ফাল্গুনী টিভির স্পেশাল প্রতিনিধি পরিচয় দিয়ে মানুষর সঙ্গে প্রতারণা করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে জেলার আদালত চত্বরে জমিজমার মামলায় বিচারকের মাধ্যমে রায় পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা।
তাদের কথাবার্তা সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে জেলার সিনিয়র সাংবাদিকদের কথার জালে ধরা পড়েন তিন প্রতারক। এক পর্যায়ে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এসময় পরিচয় দেয়া তিনজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আটকরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।