২১ নভেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধি/
বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ঐতিহ্যবাহী ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমনের উঠপাখি মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক কাউন্সিলর রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনাকীর্ণ এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি বলেন মেধাবী,সৃষ্টিশীল ও তারণ্যদীপ্ত নির্ভীক সাংবাদিক মুজিব অন্তঃপ্রাণ রাহাদ সুমনকে কাউন্সিলর নির্বাচিত করলে ২ নং ওয়ার্ড হবে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ আলোকিত এক মডেল ওয়ার্ড। তিলোত্তমা ওয়ার্ড গড়তে তিনি সবাইকে উঠপাখি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ত্রিনাথ পোদ্দার,ব্যবসায়ী জাহাঙ্গির হোসেন, শিশির বাবু,সাবেক পুলিশ সদস্য মোঃ তমিজ,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান প্রমুখ। প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।###