২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- উপজেলার একমাত্র বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান ভজনপুর প্রতিব›দ্বী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধী
শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির চেক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সমাজসেবা অফিসার অব্দুর রাকিব, প্রধান শিক্ষক মরিয়ম আখতার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নির্বাহী সদস্য খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদ প্রমূখ। বিদ্যায়লের ২০২ জন প্রতিব›দ্বী শিক্ষার্থীর মধ্য থেকে ৬০ জন শিক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তর হতে প্রতিজন ১০ হাজার ৫শ টাকার উপবৃত্তির চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীই এই উপবৃত্তির আসবে বলে জানানো হয়। এর আগে প্রতিব›দ্বী শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।