২১ নভেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:::::-
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী বর্তমান মেয়র মতিয়ার রহমান পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। মতিয়ার রহমান ১৭ হাজার ৭৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান বুলেট পেয়েছেন ১ হাজার ১ শত ৯৪ ভোট ও জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী আশকার আলী পেয়েছেন ৪৩৩ ভোট।এর আগে বেলা ১১টার দিকে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান বুলেট ভোট বর্জন করেন। তার নির্বাচনি অফিসে সংবাদ সম্মেলনে জানান, দলীয় নেতা কর্মি সমর্থক দের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া ভয়ভিতী দেখানো, কেন্দ্র থেকে তার এজেন্টদের বেরকরে দেওয়ার কারনে ভোট বর্জন করা হলো।
আজ শনিবার সকাল ৮টা থেকে ৯টি ওর্য়াডে ১৬ টি কেন্দ্রে ৮২টি বুতে গোপন ব্যালটের মাধ্যমে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। শনিবার রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা তারেক আহম্মেদ ফলাফল ঘোষনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, ভোট কেন্দ্র ও এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। কোন কেন্দ্রে কোন ধরনের অনিয়ম হয়নি বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।