২১ নভেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
তৃতীয়ধাপে বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে নজীরবিহীন নিরাপত্তায় ভোটগ্রহণ শেষ হয়েছে।
তীব্র শীতকে উপেক্ষা করে শনিবার সকাল থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে ভোটারদের। এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। সকাল নয়টার দিকে ৮নং ওয়ার্ডের দিয়াশুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার মার্কার প্রার্থী মোঃ হারিছুর রহমান ভোট দেয়ার পর জয়ের ব্যাপারে শতভাগ বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। এলাকার সাধারণ লোকজন সাংবাদিক দের জানান গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে আমরা সুষ্ঠভাবে ভোট দিতে পেরেছি।
বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দিন হায়দার সাংবাদিক দের বলেন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে সব ধরনের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।
বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাইমুল হক জানান গৌরনদী পৌরসভা নির্বাচন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে অবস্থান করছে নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে ইংস আল্লাহ। বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ শাজাহান হাওলাদার বলেন
গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে আছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, নয়টি ওয়ার্ডে নয়জন ম্যাজিষ্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ,ডিবি ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ উৎসবমূখর অবস্থায় রয়েছে।