২২ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম
তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স চুয়াডাঙ্গা সদর- ২০২১ শুরু হলো। এই কোর্সটি সরকারি ব্যবস্থাপনায় জাপানের জাইকা প্রজেক্ট। গতকাল সোমবার ছিল এই প্রজেক্ট এর উদ্বোধনী অনুষ্ঠান। আগামীকাল থেকে শুরু হবে এই কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়মিত ক্লাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আসাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ সাদিকুর রহমান স্যার এবং চুয়াডাঙ্গা সদর আইসিটি ডিপার্টমেন্টের প্রধান জনাব মোঃ তরিকুল ইসলাম স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলি আপু সহ উপজেলা পরিষদের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যে মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার সকল প্রশিক্ষনার্থীদের কে আগামী দিনের অনলাইন “লার্নিং এন্ড আর্নিং” যাত্রা এই জেলা থেকে আরও সুদুরপ্রসারী হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। তিনি বলেন সবাইকে শুধুমাত্র চাকরির আশায় লেখাপড়া করলে হবে না – প্রত্যেকের মধ্যে যে সৃষ্টিশীলতা আছে তা কর্মের মাধ্যমে প্রতিফলিত করতে হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে- একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সেখান থেকে নিজে স্বাবলম্বী হওয়া।