২১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ময়মনসিংহ(বিশেষ)প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা পৌর সভায় অবাদ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মত বিনিময় করেন বিএনপির ধানের শীষ প্রতিক মনোনীত পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান।
রবিবার (২৪জানুয়ারী) দুপুরে প্রার্থীর নিজ কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন। এছাড়াও নির্বাচনী প্রচারে বাঁধা, মাইক ভাঙ্গচুর, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন সহ নানান বিষয় উল্লেখ্য করে তিনি বলেন, যুবলীগ ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ ইতি মধ্যে বিএনপি সমর্থীত কর্মীদের বাড়িতে হামলা ও প্রাণ নাশের হুমকি প্রদান করছে।
এছাড়াও নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে মটর সাইকেল শুভাযাত্রা দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি সঞ্চয় সহ নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এছাড়াও পৌর এলাকায় বহিরাগতদের প্রবেশের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী সময় ঘণিয়ে আসায় বহিরাগতদের সংখ্যাও বাড়ছে।
বিষয়টি নিয়ে পুলিশ সুপার ও উপজেলা রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ, অনিয়মগুলো অবশ্যই তুলে ধরবেন। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে আপনাদের সহযোগীতা প্রয়োজন।