২২ নভেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নুসরাত জাহান নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ৬ জানুয়ারি বুধবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহত নুসরাত জাহান জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার হারুনুর রশীদের মেয়ে। কলেজে ভর্তির কাজে মায়ের সাথে খাগড়াছড়ি সদরে আসছিল। আহতরা হলো, জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড়ের গর্জনতলীর হৈমন্তী শীল, খোকন চন্দ্র শীল, জেলা সদরের খাগড়াপুরের আলো রাণী ত্রিপুরা ও কুসুম রাণী ত্রিপুরা।
সদর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, আলুটিলা বড়ব্রিজ এলাকায় ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ সদর হাসপতালে রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। পাহাড়ী ঢালু রাস্তায় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ট্রাক ও থ্রী হুইলারের চালকরা পলাতক রয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, আহতদের মধ্যে কুসুম রাণী ত্রিপুরাকে উন্নত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রেরণ করা হয়েছে। অন্যরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।