২১ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
প্রথম ধাপে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র মরতুজা সরকার মানিককে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী বিএনপির বিদ্রোহী প্রার্থী লিটন নারকেল গাছ প্রতীকে ৭৭৪৭ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র মো. মুরতুজা সরকার মানিক জগ প্রতীকে পেয়েছেন ৭০৪০ভোট।
অপরদিকে নৌকা প্রতীক পেয়েছে ৩৪৬০ভোট ও ধানের শীষ পেয়েছে ৩০৪২ভোট।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক মাহামুদ আলম লিটন মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শতাংশ অনুসারে ৭৬ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে।
ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এরমধ্যে ২১ হাজার ৩৪০ জন ভোটার ভোট দেন।