২১ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া বিজয়ী হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে লোকমান ডাকুয়া পেয়েছেন ৭ হাজার ৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খলিলুর রহমান ২ হাজার ৪১১ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুজ্জামান পেয়েছেন ৯১৪ ভোট।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন- ‘বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৯টি বুথে (ভোট কক্ষ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৭০ জন এবং নারী ভোটার ৭ হাজার ৬৩৪ জন। ভোট দিয়েছেন ১০ হাজার ৩৬৬ জন। ভোট বাতিল হয়েছে ৩১টি। সে হিসাবে এ পৌরসভায় ৬৮ ভাগ ভোট পড়েছে।