১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ রেকর্ড,হিট ওয়েভের সতর্কবার্তা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি গাড়ি-বাড়ি নিয়ে শো-অফ, ভুয়া ভিসা বিক্রি করে রাতারাতি কোটিপতি মামুন বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছায সিক্ত মেনন বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যুবকের আত্নহত্যা, বাড়িতে খালু শ্বশুরের ঘুষি, সালিশে মেম্বারের দেওয়া থাপ্পড় না কি স্ত্রীর ওপর অভিমান বাবুগঞ্জে আওয়ামী লীগের সভাপতির সাথে ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ৫’শ পেঁপে গাছ কেটে দেয়ার প্রতিবাদে কৃষকজোটের মানববন্ধন ও সমাবেশ
ভারতে মুসলিম তরুণীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

ভারতে মুসলিম তরুণীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

অনলাইন ডেস্ক
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভারতে ২০ বছর বয়সী মুসলিম তরুণী গুলনাজ খাতুনকে পুড়িয়ে হত্যা করেছে শাতিশ কুমার রায় এবং তার সঙ্গীরা। গুলনাজের পরিবার এ তথ্য জানিয়েছে।

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের ভাইশালি জেলায় নৃশংস এ ঘটনা ঘটে। নির্মম এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে গুলনাজের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছেন অনেক রাজনৈতিক নেতা, নারী অধিকারকর্মী এবং সাধারণ মানুষ।
৩০ অক্টোবর বিহারের রসুলপুর গ্রামে গুলনাজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। রোববার (১৫ নভেম্বর) তিনি মারা যান।

পরিবারের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অবহেলা করেছে। চিহ্নিত দোষীরা হলো: শাতিশ কুমার রায়, চন্দন এবং বিনোদ রায়।
৭৫ শতাংশ দগ্ধ অবস্থায় গুলনাজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

তার পরিবার জানায়, গুলনাজের অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল। তাদের অ্যাংগেজমেন্টও সম্পন্ন হয়। চার মাস পরে বিয়ের দিন ধার্য ছিল।
ভুক্তভোগীর পরিবার জানায়, গুলনাজকে শাতিশ কুমার বিয়ের জন্য উত্যক্ত করত। কিন্তু ভিন্নধর্মের কাউকে বিয়ে করতে পারবেন না বলে তা প্রত্যাখ্যান করেন গুলনাজ। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে শাতিশ ও তার সঙ্গীরা তাকে হত্যা করে।
স্থানীয় গণমাধ্যম জানায়, বাড়ির পাশে লাকড়ি কুড়াতে গিয়েছিলেন গুলনাজ। সেখানে একা পেয়ে শাতিশ এবং সঙ্গীরা তাকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করে।
গুলনাজের ভিডিও বিবৃতি
মৃত্যুর আগে দেওয়া ভিডিও বিবৃতিতে গুলনাজ জানান, তিনজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার সঙ্গে অশোভন আচরণ করে। যৌন নির্যাতন করে। তাদের সবার বাড়ি রসুলপুরে।
জীবন বাঁচাতে প্রতিরোধ এবং গুলনাজ তার মাকে নির্যাতনের কথা বলে দেওয়ার ভয় দেখালে অভিযুক্তরা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বিবৃতিতে শাতিশ কুমার রায়ের নাম স্পষ্ট করে জানান গুলনাজ। সে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলেও জানান তিনি।
ভাইশালি জেলার পুলিশ সুপার গৌরব মাংলা জানান, অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে। তাদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম কাজ করছে। অভিযুক্তদের শিগগির গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
কর্তব্যে অবহেলার দায়ে স্থানীয় পুলিশ স্টেশন প্রধানকে প্রত্যাহার করা হয়েছে।
তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সিকে গুলনাজের ছোট বোন গুলশান পারভিন জানান, তার চিৎকার শোনে গ্রামবাসী আসতে আসতেই দ্রুত সেখান থেকে হত্যাকারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, অভিযুক্তরা গত তিন চার মার ধরে গুলনাজকে লাঞ্ছিত এবং যৌন হয়রানি করে আসছিল। তাদের মধ্যে শাতিশ রায় তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমার বোনকে খুন করে।
২০১৭ সালে গুলনাজের বাবা মুখতার মারা যান। গুলনাজরা ৫ বোন এবং তার ৪ ভাই। মা শাইমুনা খাতুন এবং ভাই ইসতকার আহমেদের আয়ে তাদের সংসার চলে। রাজ্যের রাজধানী পাটনায় তারা কাজ করেন। গুলনাজের মা কাপড় সেলাই করেন। আর ভাই কাপড় বিক্রি করেন।
অভিযুক্তদের পরিবারের নিকট ভুক্তভোগী গুলনাজের পরিবার হয়রানির অভিযোগ জানিয়েছিল। কিন্তু অভিযুক্তের পরিবার কোনো ব্যবস্থা নেয়নি।
গুলনাজের ভাই ইসতকার জানান, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর শাতিশ তাকে উত্যক্ত করতে শুরু করে। বিয়ের জন্য চাপ দিতে থাকে। গুলনাজ তাকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে গুলনাজকে হত্যার হুমকি দেয় শাতিশ।
গুলনাজের বিবৃতির কয়েকটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। পোড়া শরীর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ বিবৃতিগুলো দিয়েছেন। যেখানে হত্যাকারীদের নাম এ ঘটনার বিস্তারিত বর্ণানা দিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে চিকিৎসায় সহায়তার আহ্বান জানান গুলনাজ।
তার মৃত্যুর পর রোববার পরিবার রাজধানীর সিটি স্কয়ারে বিচারের দাবিতে মানবন্ধন করে। অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা।
আনাদলু এজেন্সিকে শাইমুনা খাতুন বলেন, আমরা ন্যায়বিচার চাই। মামলার পর ১৭ দিন পার হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। আমাদের অভিযোগ আমলেই নেয়া হচ্ছে না। আমরা ক্ষমতাহীন। আমাদের সহায়তার জন্য কেউ নেই।
মানববন্ধনে বেশ কয়েকটি নারী অধিকার সংগঠন অংশ নেয়। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তারা। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ এবং পরিবারের জন্য সরকারি চাকরির দাবিও জানান তারা। এ ছাড়া স্বচ্ছ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত বিচার আদালতে বিচারকার্য হস্তান্তরের আহ্বান জানান মানবাধিকার কর্মীরা।
হ্যাশট্যাগ জাস্টিসফর গুলনাজ
সোমবার থেকে সামাজিকমাধ্যম টুইটারে হ্যাশট্যাগ জাস্টিসফর গুলনাজ টেন্ডিংয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অবহেলার তীব্র সমালোচনা করেন তারা।
টুইটারে প্রধান বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ ঘটনার জন্য বিজেপি সরকারকে দায়ী করেছেন। বলেন, বিচারহীনতা এবং দুর্বৃত্তায়নের কারণে এমন ঘটনা ঘটছে।
গুলনাজ হত্যার নিউজ শেয়ার দিয়ে রাহুল গান্ধী আরো বলেন, কার অপরাধ সবচেয়ে বেশি ভয়ংকর, যে অমানবিক কার্যকলাপ করছে? নাকি যারা বিচারহীনতা এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে ভোটের রাজনীতিতে স্বার্থ হাসিল করছে তারা?
অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। বলেন, অবিশ্বাস্য নিষ্ঠুরতা। ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য দোয়া করছি। ইজ্জত রক্ষায় প্রতিরোধ গড়ায় অভিযুক্তরা গুলনাজকে হত্যা করেছে। ১৫ দিন পার হয়ে গেলেও কোনো ব্যস্থা নেয়া হয়নি। শাতিশের মতো পুরুষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় না বিধায় তারা আরও উৎসাহী হয়। বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে টুইটারে ট্যাগ করে তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আপনার কঠোরনীতি এখন কোথায়?
কেন্দ্রীয় ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট করে সম্প্রতি বিহার রাজ্যের নির্বাচনে জয় পায় নিতিশ কুমারের জনতা দল ইউনাইটেড পার্টি। এ সপ্তাহে টানা চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন নিতিশ কুমার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019