২০ নভেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
লকডাউনের মধ্যেই মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাই এবার পূজো মা হিসেবে কোয়েলের জন্য প্রথম। মল্লিকবাড়ির পূজোর খ্যাতি সম্পর্কে সকলে অবহিত। তবে এবার পরিবারে এই নতুন সদস্যের জন্যই সবকিছু আরও স্পেশাল।
তাই অষ্টমীর দিনই ছেলের নাম প্রকাশ করলেন কোয়েল। খবর কলকাতা টোয়েন্টিফোরের।
কোয়েল ও নিসপাল রানে তাদের একরত্তির নাম রেখেছেন কবীর। তিনজনের একটি ছবির সঙ্গে নাম ঘোষণা করেছেন অভিনেত্রী।
পোস্টে লিখেছেন, মহা অষ্টমীর পুণ্য লগ্নে আমরা আমাদের একরত্তির নাম জানাতে পেরে খুশি…. কবীর।
ছবিতে দেখা যাচ্ছে অষ্টমীর জন্য কোয়েল বেছে নিয়েছেন লাল ও সাদার কম্বিনেশনে একটি শাড়ি। সবসময়ের মতোই কোয়েলকে স্নিগ্ধ লাগছে। রানে একটি লাল পাঞ্জাবি পরেছেন।
আর ছোট্ট কবীর পরেছে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা।
কোয়েলের এই পোস্টে পরিচালক রাজ চক্রবর্তী কমেন্ট করেছেন, ওলে বাবা লে! অভিনেতা আবির চট্টোপাধ্য়ায় লিখেছেন, অনেক ভালোবাসা কোয়েল ও রানেকে। আর নামটাও ভালো লেগেছে। পরিচালক বিরসা দাশগুপ্ত লিখেছেন, খুব সুন্দর নাম হয়েছে। মল্লিকবাড়িতে এই নতুন সদস্যের জন্য এবার পূজোয় আনন্দ যে দ্বিগুণ তা আন্দাজ করাই যায়।