২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় বগুড়ায় তিন জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।
আজ মঙ্গলবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
ডা. গোপেন্দ্র নাথ জনান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২০৮ জন। একই সময় করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ৩ জন। এখন পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ২৬০ জন। আর সুস্থ হয়েছেন ১৩ হাজার ২০৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৬১৬ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ২০ জন, নওগাঁর ৯ জন, জয়পুরহাটে ২১ জন, বগুড়ায় ৬৮ জন ও সিরাজগঞ্জে ৫ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় এ দিন কোন করোনা রোগী শনাক্ত হয়নি।