২১ নভেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক( এস আই) মাহবুব হোসেন প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। গত ২২ জুন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ২৪ জুন পরীক্ষায় তার করোন পজিটিভ আসে।
এরপর থেকে তিনি তার বাসায় চিকিৎসাধীন ছিলেন।পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ জুলাই শনিবার পরীক্ষায় তৃতীয়বারের মতো তার রিপোর্ট পজিটিভ আসে,এবং তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি দেখা দিলে ১৯ জুলাই রবিবার বিশেষ অ্যাম্বুলেন্সে বরিশাল পুলিশ লাইনস হাসপাতাল থেকে তাকে ঢাকা রাজার বাগ কেন্দ্রীয়
পুলিশ লাইনস হাসপাতলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এসআই মাহবুব হোসেন তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে তিনিও এস আই মাহবুব হোসেনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত ওসি জিয়াউল আহাসানও সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তারা সুস্থ হয়েছেন।