২১ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এস এম শাহআলম,বিশেষ প্রতিনিধি: কাজীরহাট থানা লতা ইউনিয়নের তুলাতলী বাজারে আজ ১৮ (জুলাই) শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে চলাফিরার দিগবিদিক সন্দেহে জনতার রেষানলে পড়ে কিশোর কিশোরী।
স্থাণীয়রা কাজীরহাট থানায় জানালে এস আই মামুন নিয়ে আসে। কিশোরী জানায়, নাম সেলিনা পিতা আইয়ুব আলী হাং চর-এক করিয়া ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ উপজেলা। নাদের আলী ¯œৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
কিশোর বারেক হোসেন পিতা লতিফ খলিফা মুলাদী উপজেলা উত্তর গাছুয়া গ্রামের। ২ বৎসর যাবৎ প্রেমের সর্ম্পক চলে আসলেও আমাদের সম্মতি ক্রমে পালিয়ে বিবাহ করার উদ্দ্যেশে বের হয়েছি পথি মধ্যে আমার প্রেমিকার বন্ধু সাইদুল ইসলাম শরিফেরচর এলাকায় বসত বাড়িতে অবস্থান করে শেষে বের হলাম।
কাজীরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেনের সাথে আলাপ করলে তিনি জানায়, উভয় পক্ষ অভিবাবক এসছে এবং মেয়ের পক্ষ আইনগত ব্যবস্থায় যেতে ইচ্ছুক না।
অপর দিকে ছেলে মেয়ের বয়স কম। মুচলেকা রেখে অভিবাবকদের কাছে দেওয়া হয়েছে।