২১ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
কে তুমি ভাই করোনা?
কর না আর এত তাড়না
পেয়েছ নোবেল পুরস্কার!
নিয়েছ অনেক প্রাণ
নিভায়েছ অনেক ভালোবাসার জান
হয়েছে তোমার অনেক জয়গান।
জানি না তোমার কোথায় ঘরবাড়ি?
থেকো না আর আমাদের সাথে
চলে যাও যেথা হতে এসেছিলে তুমি
পারবে না আমাদের সাথে–
আছে কোটি জনতার মাঝে সৃষ্টিকর্তা
বিজয় হবেই আমাদের ইনশাল্লাহ্।