২১ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশালের উজিরপুর উপজেলার কুমারপট্টি এলাকায় এক যুবককে রাস্তার পাশে থাকতে দেখা গেছে। ত্রিশোর্ধ্ব যুবককে অচেতন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তবে যুবক কোথা থেকে এসেছেন, বা কী হয়েছে সেই বিষয়ে কোন তথ্য পাওয়া না গেলে একাধিক ব্যক্তি তার সাথে থাকা পরিচয়পত্র দেখে নাম-ঠিকানা নিশ্চিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়- ভোটার আইডিকার্ড অনুসারে যুবকের নাম মিরাজ বলে জানা যায়। তিনি বাকেরগঞ্জের দেউলি গ্রামের আব্দুল খালেক সিকদারের ছেলে।
সেখানে উপস্থিত এক ব্যক্তি মুঠোফোনে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওসি পুলিশের একটি টিম পাঠিয়েছেন, তারা আসছেন ঘটনাস্থলে।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, একজন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঙ্গীয় ফোর্সসহ কুমারপট্টির উদ্দেশে রওনা দিয়ে গেছেন। সেখানে পৌঁছানোর পরে বিস্তারিত জানা যাবে বলে, মন্তব্য ওসির।’