বরিশালের উজিরপুর উপজেলার কুমারপট্টি এলাকায় এক যুবককে রাস্তার পাশে থাকতে দেখা গেছে। ত্রিশোর্ধ্ব যুবককে অচেতন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তবে যুবক কোথা থেকে এসেছেন, বা কী হয়েছে সেই বিষয়ে কোন তথ্য পাওয়া না গেলে একাধিক ব্যক্তি তার সাথে থাকা পরিচয়পত্র দেখে নাম-ঠিকানা নিশ্চিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়- ভোটার আইডিকার্ড অনুসারে যুবকের নাম মিরাজ বলে জানা যায়। তিনি বাকেরগঞ্জের দেউলি গ্রামের আব্দুল খালেক সিকদারের ছেলে।
সেখানে উপস্থিত এক ব্যক্তি মুঠোফোনে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওসি পুলিশের একটি টিম পাঠিয়েছেন, তারা আসছেন ঘটনাস্থলে।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, একজন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঙ্গীয় ফোর্সসহ কুমারপট্টির উদ্দেশে রওনা দিয়ে গেছেন। সেখানে পৌঁছানোর পরে বিস্তারিত জানা যাবে বলে, মন্তব্য ওসির।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.