২১ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও পথপ্রান্তর কৃষ্ণচূড়ার লাল আভার অপরূপ সৌন্দর্যে সেঁজেছে। এ যেন কৃষ্ণচূড়া গাছে আগুন লেগেছে। উপজেলার চাখার সরকারী ফজলুল হক কলেজ,বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ব বিদ্যালয় কলেজ ও পৌর শহরে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সিংহভাগ স্কুল ও কলেজের আঙিনা এবং পথ প্রান্তরে কৃষ্ণচূড়া গাছে গাছে রক্তিম লাল ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠেছে। অনেকের বাড়ির আঙিনায়ও শোভা পাচ্ছে এ ফুলের গাছ। এক সময় বসন্তের শুরুতে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটতো। কালের পরিক্রমায় ঋতু বৈচিত্রে পরিবর্তণ এসে এখন আর ষড়ঋতুর দেশ না থাকায় এবছর অনেকটা দেরীতে কৃষ্ণ চূড়া গাছে ফুল ফুটেছে। রক্তিম এ ফুলে সৌরভ না থাকলেও অপরূপ সৌন্দর্য অবগাহন করে মন জুড়িয়ে বিমুগ্ধ হচ্ছে সবাই। ###