২১ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা/ মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-
কুষ্টিয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। রোববার দুপুর ১২টায় শহরের কুষ্টিয়া হাইস্কুল মাঠে মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি শারমিন আক্তার। ফিতা কাটার পাশাপাশি পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গোলাম সবুর, আজাদ রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভাপতি কানিজ ফাতেমা নিলাসহ অন্যরা।
ম্যাসব্যাপী এ মেলায় বিভিন্ন দেশি-বিদেশি পণ্যের শতাধিক স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য হরেক রকম রাইড রয়েছে। আছে খাদ্য পণ্যের স্টল। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ টাকা। মেলা থেকে প্রাপ্ত অর্থ নারী পুলিশ সদস্যদের কল্যাণে ব্যয় করা হবে।
শারমিন আক্তার বলেন মেলা থেকে প্রাপ্ত অর্থ পুলিশের নারী সদস্যেদের চিকিৎসা লেখাপড়াসহ অন্যান্য খাতে ব্যয় করা হবে।
এসএম তানভীর আরাফাত বলেন পুনাকের আয়োজনে এ মেলার অয়োজন করা হয়েছে। নাগরিকরা যাতে সুস্থ বিনোদনের পাশাপাশি মেলায় এসে কেনাকাটাসহ সময় কাটাতে পারে সে জন্য নানা আয়োজন থাকছে। সবাইকে মেলায় আসার জন্য অনুরোধও জানান তিনি।