২১ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি : নানা বর্ণাঢ্য আয়োজন, উৎসব মুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র ৭ম বর্ষপূর্তি পালিত হলো খাগড়াছড়িতে। 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম আলোচনা সভায় সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, খাগড়াছড়ি রিজিয়নের জি টু আই মেজর মো: সালাহউদ্দিন ও জেলার জেষ্ঠ্য সাংবাদিক তরুণ কুমার ভট্রচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টিভি’র খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য, সহ-সভাপতি সৈকত দেওয়ান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সিনিয়র সাংবাদিক আবু দাউদ, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, আজকের ক্রাইম নিউজের খাগড়াছড়ি প্রতিনিধি মোবারক হোসেনসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলোক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে বর্ষপূতি উপলক্ষে কেক কেটে এশিয়ান টিভিকে শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা।
এশিয়ান টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এশিয়ান টিভির উওরোওর উন্নতি কামনা করে ৮ বছরের প্রদার্পনে শুভেচ্ছা জানান। তিনি এশিয়ান টিভির বস্তুনিষ্ট সংবাদ পরিবেশ ও আন্তজার্তিক মানের পোগ্রাম পরিবেশ করে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি দর্শকের মনজয় করায় এশিয়ান টিভির চেযারম্যান হারুন অর রশীদ সিআইপি সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা সাংবাদিদের কৃতঙ্গতা প্রকাশ করেন। সামনে আরো উন্নত অনুষ্ঠান পরিবেশন করার আহবান জানান ।