২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অদ্য ১৪/০১/২০২০ তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আবদুল হালিম-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, র্যাব-৮, বরিশাল ও বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর ও ঢাপরকাঠি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: তোতা মিয়াসহ অন্যান্য কর্মচারীরা সহযোগিতা করেন। “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায়:
ক) মেসার্স এম আর বি ব্রিকস, ম্যানেজার, মো: কবির মোল্লা, আউলিয়াপুর, বাকেরগঞ্জ, বরিশালকে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ২০ (বিশ) লক্ষ টাকা জরিমানা করা হয়।এছাড়াও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয় এবং আনুমানিক ৪ লক্ষ কাঁচা ইট ধ্বংস করা হয়।
ক) মেসার্স আলিফ ব্রিকস, ম্যানেজার, প্রো: আ: রাজ্জাক হাওলাদার, ঢাপড়কাঠি, বাকেরগঞ্জ, বরিশালকে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ২০ (বিশ) লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয় এবং আনুমানিক ৩ লক্ষ কাঁচা ইট ধ্বংস করা হয়।