২২ নভেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান উপজেলার গৈলা বাজারের উত্তর পাশ থেকে মধ্যশিহিপাশা গ্রামের আ.রব ভুইয়ার ছেলে ফিরোজ হোসেন সোহাগ ভুইয়া ও গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের মৃত সিরাজুল হোসেনের ছেলে সোলায়মান হোসেনকে এস আই জামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গ্রেফতার করেন। এসময় তাদের তল্লাশী করে সোলায়মানের কাছ থেকে ৬৫পিচ ও ফিরোজ ভুইয়ার কাছ থেকে ৫৫পিচসহ মোট ১শত ২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই জামাল হোসেন বাদী হয়ে রোববার রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-৪(১২-০১-২০২০)। গ্রেফতারকৃত দুই ইয়াবা ব্যবসায়ীকে আজ সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।