২২ নভেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার চিহ্নিত মাদক সম্রাট মোছাঃ রশিদা খাতুন ওরফে রাশিদা ৫৩ ফেন্সিডিল সহ পুলিশের হাতে আটক হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৬ ঘটিকার দিকে বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রাজিব আলী ও এসআই মোঃ আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রশিদা সহ আরও তিনজনকে আটক করে। বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রাজিব আলী জানান বিকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার বহু আলোচিত ফার্মপাড়ায় মাদক বিরোধী অভিযান এর জন্য রশিদার বাড়ির সামনে অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রশিদা সহ অন্যান্যরা পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে ৩৬ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত অন্য আসামিরা হলো চুয়াডাঙ্গা সদরের রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম উজ্জ্বল, দোস্ত আমতলার পাড়ার মোঃ ছিরু মিয়ার ছেলে সাঈদ ইসলাম ও দর্শনা দক্ষিণ চাঁদপুরের মোঃ আফসার আলীর ছেলে মোঃ রিপন আলী। উল্লেখ্য,চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া গ্রাম মাদক কেনাবেচার হাট নামে পরিচিত। কোনভাবেই আকন্দবাড়িয়া গ্রামকে মাদক শূন্য করা যাচ্ছে না। তবে বেগমপুর ফাঁড়িতে ইনচার্জ হিসাবে এসআই রাজিব আলী যোগদানের পর থেকেই আকন্দবাড়িয়াকে মাদক শূন্য করার জন্য একের পর এক অভিযান পরিচালনা করেই চলেছেন। তার এই মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কাছে দাবি করেন এলাকার জনসাধারণ।