২২ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেস্ক::::বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাল ক্ষুদ্রকাঠি গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় এঘটনায় ঘটে। ধর্ষণে সহায়তা করায় ধর্ষক রিমনের সহযোগি সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সুমন এবার এসএসসি পরীক্ষার্থী। আর ধর্ষক রিমন নবম শ্রেণীর ছাত্র। এঘটনায় দুজনকে আসামী করে বাবুগঞ্জ থানায় ধর্ষণের শিকার শিশুটির দিনমজুর বাবা মামলা করেছে।
প্রতিবেশী নোমান মাষ্টারের ঘরে থেকে রিমন ও সুমন পড়াশুনা করে। ঘটনার দিন বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে টাকার লোভ দেখিয়ে ডেকে ঘরে নেয় রিমন। এরপর শিশুটিকে ধর্ষণণ করে নবম শ্রেণীতে অধ্যায়ন করা রিমন।
শিশুটির পরিবার দরিদ্র। এঘটনায় অসহায় শিশুটির মা বলেন, তিনি ধর্ষকের উপযুক্ত বিচার চান।
এব্যাপারে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, তারা ধর্ষণে সহায়তাকারী সুমনকে গ্রেপ্তার করেছে। এখন মূলহোতা রিমনকে গ্রেপ্তারের জন্য মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে।
শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ শনিবার শেরেবাংলা হাসপাতালে এনেছে পুলিশ।