২২ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেস্ক:::গত দুই দিন ধরে টেকনাফে দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্পের কিশোরী নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নয়াপাড়া ক্যাম্প ও টেকনাফ থানা পুলিশের একটি দল ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ের বেত বাগান সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওই কিশোরী নাম শাহীন আক্তার। সে ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মো. আব্দুল্লাহর মেয়ে।
কিশোরীর পরিবার জানায়, গত ৭ জানুয়ারি দুপুরের খাবার খেয়ে খেলতে বের হয়। গভীর রাত পর্যন্ত ফিরে না এলে বিভিন্ন জায়গায় তার খোঁজ করেও পাওয়া যায়নি।
নয়াপাড়া মোচনী ক্যাম্প পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম জানান, লোকজন মারফতে খবর পেয়ে দুপুরে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো এই ঘটনার ক্লু উদঘাটন করা যায়নি।