২২ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বন্ধুর এক ঘটনা দিয়েই শুরু করা যাক গল্পটা বছরখানেক আগের৷

বন্ধুর এক ঘটনা দিয়েই শুরু করা যাক গল্পটা বছরখানেক আগের৷

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

বন্ধুর এক ঘটনা দিয়েই শুরু করা যাক৷ গল্পটা বছরখানেক আগের৷ হুট করেই থাইল্যান্ড যাওয়ার একটা সুযোগ আসলো তাঁর৷ অর্থকড়ি নিয়ে কোনো চিন্তা নেই সব তাঁর অফিস বহন করবে৷ ঝামেলা পাকালো পাসপোর্ট৷ কারণ মেয়াদ আছে আর মাস তিনেক৷ নবায়ন ছাড়া গতি নেই৷ সাত দিনের মধ্যে নবায়নকৃত পাসপোর্ট পেতে সরকারি হিসেব মতে জমা দেয়া হলো ছয় হাজার ৯শ টাকা৷ তারপর পাসপোর্ট অফিসে সব কাগজপত্রসহ আবেদন জমা দিতে গিয়ে দেখা গেলো চাইলে দুই দিনের মধ্যেও পাসপোর্ট পাওয়া সম্ভব৷ তবে গুণতে হবে আরো দুই হাজার টাকা৷ দর কষাকষি চললো কিছুক্ষণ৷ সুযোগ পেয়ে অন্য একজন এসে বললো তাকে দেড় হাজার টাকা দিলেই কাজটা করে দেবে৷ পরের গল্পটার আর দরকার নেই৷ এই দৃশ্য বাংলাদেশের প্রতিটি ক্ষেত্র৷ ঘুস ছাড়া সরকারি অফিসগুলোর দরজাটাও খুলতে চায় না৷
ঢাকায় সাধারণত বাসে চেপে আমি যাতায়াত করি৷ কখনো দেরি হয়ে গেলে কিংবা তাড়াহুড়ো থাকলে অ্যাপের মাধ্যমে মোটর সাইকেল খুঁজি৷ একদিন নির্ধারিত স্থানে আমাকে নিতে মোটর সাইকেল এলো৷ চালক খুব স্বাভাবিকভাবে বললেন ভাই, অ্যাপটা বন্ধ করে দেন৷ চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি৷ অ্যাপে যা ভাড়া দেখায় তার চেয়ে দশ টাকা কম দিয়েন৷ অর্থ দাঁড়ালো অ্যাপের মাধ্যমে ক্রেতা যোগাড় করবে ঠিকই কিন্তু আয়ের ভাগ দেবে না৷ এমন ঘটনা যে শুধু একবার হয়েছে তা নয় আমার নিজের সঙ্গে হয়েছে অন্তত পাঁচ ছয়বার৷ শুধু তাই নয় নিয়ম থাকার পরেও ঢাকায় কোনো দিন মিটারে সিএনজি চড়তে পারিনি৷ মিটার চালুর কথা বললে নিয়মানুসারে যে ভাড়া আসবে তার চেয়ে অন্তত ২০/৩০ টাকা বেশি দেয়ার শর্ত জুড়ে দেয় চালক৷ এগুলো হয়তো বিচ্ছিন্ন ঘটনা৷ কিন্তু এসব ছোট ঘটনা দিয়েই অনুমান করা যায় দুর্নীতির থাবা সমাজের কোন পর্যায়ে পৌঁছেছে৷ বাংলাদেশের দুর্নীতির বিস্তার দেখতে কোনো অফিস আদালতে যেতে হয় না৷ একদিন মিরপুর ১০ নম্বর থেকে একটা বাসে উঠে মতিঝিল পর্যন্ত চোখ কান খোলা রাখলেই তা দৃশ্যমান হবে৷ দেখা যাবে কোনো বাস যাত্রী ভাড়া না দিয়ে নেমে যাচ্ছে কিংবা অচেনা রুটের যাত্রীর কাছ থেকে আদায় করা হচ্ছে বেশি ভাড়া৷ শিক্ষার্থী শিক্ষার্থী নয় এমন লোকজন পরিচয়ে কম ভাড়া দেয়া কিংবা কম দূরত্বের কথা বলে বেশি দূরত্ব চলে যাওয়া৷ আর জানালার পাশে বসে বাইরে দৃষ্টি রাখলেই নিশ্চিত দেখা যাবে কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে ঘুস গুঁজে দিয়ে নিয়মহীন যানবাহনের চলে যাওয়া৷
পৃথিবীতে সম্ভবত বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে খাদ্যেও ভেজাল দেয়া হয়৷ আর সেটা কতোটা প্রকট হয়েছে রমজানে চলা অভিযানগুলোর দিকে দৃষ্টি দিলেই বোঝা যায়৷ যারা অভিযান পরিচালনা করছেন তারাও নিজেদের প্রশ্নের বাইরে রাখতে পারছেন না৷ ঈদের আগে আড়ংয়ে অভিযান নতুন প্রশ্নের জন্ম দিয়েছে৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019