২২ নভেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশালে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বরিশাল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অভিযানে নেতৃত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা । শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে ও এর আশ পাশের এলাকায় অভিযান চালানো হয়।এ সময় পাবলিক প্লেস, গাড়ি চালানো অবস্থায় এবং পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ।