২১ নভেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
পটুয়াখালীর বাউফলে ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ায় মো. রিয়াজ হোসেন (১০) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলিপুরা বাজারে এ ঘটনা ঘটে। অলিপুরা ছালেহিয়া দাখিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৩.৬৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল রিয়াজ।
রিয়াজের বাবা দেলোয়ার হোসেন জানান, পরীক্ষার ফলাফলের পর রিয়াজ স্বাভাবিকই ছিল। সকালের খাবার খেয়ে সবাই বের হয়। বিকেলে ঘরের পেছনের বারান্দায় আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলতে দেখে তার মা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, স্বজনরা রাত ৭টার দিকে ওই শিক্ষার্থীকে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের চিকিৎসক আত্মহত্যা নিশ্চিত করেছে। ছোট বাচ্চা হওয়ায় পরিবার মরদেহ নিয়ে গেছে।