২১ নভেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে “সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে ” এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহষ্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সমাজ সেবা বিভাগের আহŸায়ক ও জেলা পরিষদ সদস্য সতিজ চন্দ্র চাকমা সভাপতিত্ব করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেত্রী বাশরী মারমা প্রমুখ । জেলা সমাজসেবা কার্যালয় সহকারি পরিচালক রোকেয়া বেগম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অলক বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।