২১ নভেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারে নিমাই বৈদ্যের মিষ্টির দোকানে মুল্য তালিকা না থাকা এবং দোকান অপরিস্কার থাকায় ১০ হাজার টাকা, বিধান বৈদ্যের মিষ্টির দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা,জুয়েল মোল্লার মুদি দোকানের ফ্রিজে কাঁচা মাংস পাওয়ায় ৫ শত টাকাসহ মোট ১১ হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী। এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, ভূমি অফিসের অফিস সহকারী সোহেল আমিন, সাংবাদিক ও এসআই নাসির উদ্দিন সংগিয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।