২১ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার :-
ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকরী কমিটির নির্বাচন রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব কার্যালয়ে সকালে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার গৌরনদী প্রতিনিধি মণীষ চন্দ্র বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন-সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব), সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু (সংবাদ), কোষাধ্যক্ষ জামিল মাহমুদ (ভোরের পাতা), দপ্তর সম্পাদক এইচএম মাকসুদ আলী সুমন (নয়াদিগন্ত), প্রচার সম্পাদক এইচএম মহসিন (সংবাদ প্রতিদিন)। শেষে নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। সাধারণ সভায় বিদায়ী সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, মোঃ আসাদুজ্জামান রিপন, আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন প্রমুখ।