০১ মে ২০২৪, ০৩:০০ অপরাহ্ন, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
গৌরনদী থানার অভিযানে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জসিম ফকির গ্রেফতার চুয়াডাঙ্গার দর্শনায় শ্যামপুর এসএমসি ক্লাবের উদ্যোগে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে ফ্রি শববত বিতরণ নতুন রূপে সাজলো খুলনার প্রবেশদ্বার , জিরো পয়েন্ট রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অটো চালককে হত্যা করে অটো ছিনতাই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যান পুলিশ সুপার দর্ননাস্থ কেরু কোম্পানী, আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে উন্নত কৃষিতত্ত্বের ব্যবস্থাপনা বিষয়ক সিডিএ ও সিআইসিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বাম্পার ফলনে খুশিতে নাচছে ঘোড়াঘাটের ভুট্টা চাষীরা বরিশাল শেরে ই বাংলা শেবাচিমে দালাল চক্রের নারীসহ ২৫ সদস্য আটক
র‌্যাব-৮ এর সহযোগিতায় বাকেরগঞ্জে ০১ জন ভূয়া ডেন্টিস এবং ০১ জন অসাধু মেডিকেল টেকনিশিয়ান এর জেল। আজকের ক্রাইম নিউজ

র‌্যাব-৮ এর সহযোগিতায় বাকেরগঞ্জে ০১ জন ভূয়া ডেন্টিস এবং ০১ জন অসাধু মেডিকেল টেকনিশিয়ান এর জেল। আজকের ক্রাইম নিউজ

র‌্যাব-৮, বরিশাল এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বাকেরগঞ্জে ০১ জন ভূয়া ডেন্টিস এবং ০১ জন অসাধু মেডিকেল টেকনিশিয়ান এর জেল।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেশ কিছু দিন ধরে বাকেরগঞ্জ থানা এলাকায় একজন ভূয়া ডেন্টিস্ট প্রতারণার মাধ্যমে রোগীদেরকে চিকিৎসা দিয়ে আসছে এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা যন্ত্রপাতি না থাকা সত্বেও বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দেয়া হচ্ছে। তাই অদ্য ইং ২২/১২/২০১৯ তারিখে বেলা ১২.০০ ঘটিকা হইতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় র‌্যাব-৮ এর একটি দল বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এবং বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার ফজলে রাব্বির সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বাকেরগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজার থেকে শাহানারা ডেন্টাল ক্লিনিক থেকে শামীম হোসেন নামে একজন ভূয়া ডেন্টিস্টকে আটক করা হয় এবং বাকেরগঞ্জ সদর রোড এলাকায় পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মেশিনপত্র ছাড়া বিভিন্ন ধরণের রোগের পরীক্ষা করার দায়ে মোঃ সুজন নামে একজন মেডিকেল টেকনিশিয়ানকে আটক করা হয়। ডেন্টাল ক্লিনিকের যথাযথ পরিবেশ বজায় না রাখা ও একই যন্ত্রপাতি কয়েক বার ব্যবহার করার দায়ে ভূয়া ডেন্টিস্ট মোঃ শামীম আহম্মেদ এবং বিভিন্ন ভূয়া রিপোর্ট করার জন্য টেকনিশিয়ান মোঃ সুজন দুজনকেই ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া যথাযথ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত শাহানারা ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করেন। এই সময় ডাক্তার ফজলে রাব্বি, মেডিকেল অফিসার, বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসিকিউশন দাখিল করেন।

র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019