২১ নভেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশাল। বরিশালে যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় অটোরিকশা চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়েছে ।
নিহতরা হলেন, রামপট্টি এলাকার মোঃ লোকমান হোসেন ( ৩৯) ও মীরগঞ্জ এলাকার সিদ্দিক হোসেন (৫৫)
শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে বরিশাল- ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় কামিনি পেট্রোল পাম্প সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অটোরিকশাটি একজন যাত্রী নিয়ে ওই এলাকার একটি শাখা রোড থেকে মহাসড়কে উঠতেছিল। এসময় দ্রুতগামী বরিশাল শহরের দিকে ছুটে আসা একটি বিআরটিসি বাস অটোটিকে চাপা দেয়। এতে চালক ঘটনাস্থলে নিহত হন এবং যাত্রী গুরুতর আহত হলে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই যাত্রীও মারা যান।
শনিবার ( ২১ ডিসেম্বর) সকালে বিষয়টি সত্যতা স্বীকার করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহিদ বিন আলম জানান, তাদের দুজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।