২১ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ আমিনুল ইসলাম বিশেষ প্রতিনিধি দামুড়হুদা উপজেলা।
চুয়াডাঙ্গার হিজলগাড়ি-দর্শনা সড়কে মাটিবোঝাই ট্রাক্টর উল্টে চালক রহিদুল ইসলাম ২৬ নিহত হয়েছেন। নিহত ট্রাক্টর চালক রহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের শহিদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে রহিদুল চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মাঠ থেকে মাটি বোঝাই করে দর্শনা হঠাৎপাড়া মসজিদে নেওয়ার পথে দোয়েল ভাটার অদূরে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় চালক রহিদুল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রহিদুল দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুরাতন নেছার ছেলে।