২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মুলাদী প্রতিনিধি \
মুলাদীতে ৭ম শ্রেণিতে পড়–য়া এক মেয়ের যৌন হয়রানির বিচার চেয়ে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন হতদরিদ্র পিতা। স্থানীয় প্রভাবশালী মহলের চাপে থানায় মামলা করারও সাহস পাচ্ছেন না তিনি। উপজেলার কাজিরচর ইউনিয়নের মৎস্যজীবী এমদাদ বেপারী মেয়ের যৌন হয়রানির বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
জানাগেছে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের মৃত শাহজাহান মাস্টারের লম্পট ছেলে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম পাশ্ববর্তী কৃষ্ণরুদ্র বাধঘাট এলাকার ইব্রাহিম ফকিরের বাড়ির পুকুরে বালি ভরাটের কাজের জন্য ৮/১০ দিন ধরে এমদাদ বেপারীর বাড়ির কাছ দিয়ে যাওয়া আসা করতো। যাওয়া আসার মাঝে এমদাদ বেপারীর মেয়ে ও প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীর ওপর লম্পট শামিমের কুদৃষ্টি পড়ে এবং সে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ ডিসেম্বর দুপুর ১টার দিকে সৈয়দ শামিম ওই ছাত্রীকে বাড়ির কাছে একা পেয়ে জড়িয়ে ধরে এবং জোড়পূর্বক যৌন নিপীড়ন চালায়। ছাত্রীর ডাকচিৎকারে লোকজন ছুটে আসলে লম্পট শামিম পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সৈয়দ শামিম ও তার লোকজন ধামাচাপা দিতে উঠেপড়ে লাগে এবং ছাত্রীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেয়।
ছাত্রীর পিতা জানান মেয়ের ওপর যৌন নির্যাতনের বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করে বিচারের দাবী জানান। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি নিয়ে লম্পটের বিচারের আশ্বাস দিয়ে থানা প্রশাসনের কাছে যেতে বাধা দেন। ৫ দিনেও কোনো বিচার না হওয়ায় যৌন নিপীড়নের শিকার ছাত্রীর পিতা গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে সৈয়দ শামীমের বিচারের দাবী জানিয়েছেন।
এব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দীন মৃধা জানান উপজেলার কৃষ্ণরুদ্র গ্রামের এমদাদ বেপারী মৌখিক ভাবে অভিযোগ করেছেন। তাকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান স্কুল ছাত্রীর পিতা মেয়ের যৌন নিপীড়নের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগের কপি মুলাদী থানায় প্রেরণ করা হয়েছে।