২১ নভেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে বিপুল পরিমাণে অটোগাড়ীর মালামাল উদ্ধার করেছে পুলিশ। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসানের নেতৃত্বে সদর থানা পুলিশ শনিবার রাত ৮টায় শহরের টিএনটি রোডের মুজিব সড়কের বিপুল সরদারের বাড়াটিয়া আলমের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইজিপাইকের পার্টস,ভ্যানগাড়ীরপার্টস, মোটরপার্টস উদ্ধার করেছে।
থানা সূত্র জানায়, শনিবার সকালে আল-আমিন ও আলম নামের দুই চোরকে পুলিশ আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে আলমের বাসার খবর পেয়ে পুলিশ এ সকল চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে।
ঐ সড়কের বাসিন্ধা বাহাদুর বলেন, উদ্ধার হওয়া মালামালের সাথে তার ছেলের একটি বাইসাইকেল উদ্ধার হয়েছে।
বিকনার মো.নুরুন্নবি বলেন,গত ৮ অক্টোবর রত্র ২টার দিকে তার ইজিবাইকটি চুরি হয়েছে। সেই অটোগাড়ীটিও উদ্ধার করা মালামালে মধ্যে পাওয়া গেছে।
কামারপট্টির ঢাকা বেকারির মালিক ছিদ্দিকুর রহমান বলেন,তার চুরি হওয়া ব্যানগাড়িটিও উদ্ধার হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শীরা জানায়,আলম দীর্ঘদিন থেকে পুলিশের রেশন ক্রয়করে ও বিক্রয় করে আসছে। তার বাড়িতে দুইতিনজন পুলিশ প্রারাই আশাযাওয়া করতো। রেশন ক্রয় করে এলাকায় দাপটের সাথে বসবাস করতো কাউকে তোয়াক্কা করে কথা বলতেননা। এলাকার কেউ তার সাথে ভয়ে কথা বলতে চাইতেননা। আলমের স্ত্রী জোসনা বেগম এই এলাকার নেত্রী সে পরোয়া করেনি কাউকে। এরকমের অবৈধ কাজ রেশনের আড়ালে করলেও কেউ মুখ খুলতে চায়নি।
এব্যাপারে ইজিবাইক সমিতির সাধারন সম্পাদক ও জেলা আ.লীগের নেতা আবু সাঈদ খান বলেন,আজ সকালে দুই চোরকে আটক করার পর তাদের কথা মতো এসকল মালামাল উদ্ধার করেছে পুলিশ এছাড়াও ১৫-২০টি অটো পুলিশের সহযোগীতায় উদ্ধার করা হয়েছে। আমাদের সমিতি থেকে এখন পর্যন্ত ৫০টির মতো অটোগাড়ী চুরি হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান স্যারকে তার সহযোগীতায় আমরা এসকল চোরাইকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান বলেন, আমারা দুইজনকে আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদে এই চোরাইকৃত মালামালের খবর পাই। সাথে সাথে শহরের মুজিব সড়কের বিপুল সরদারের বাড়াটিয়া আলমের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমানের ইজিবাইকের মালামাল উদ্ধার করি। এই চোরাকারবারির সাথে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনাহবে।