২১ নভেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি রাজাপুরে বাল্য বিবাহ অপরাধে কাজীর একবছর সাজা, দুজনকে ১০ হাজার টাকা জরিমানা।
ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার আজ শুক্রবার ১৩ ডিসেম্বর বিকালে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৯ ধারায় অপরাধে কাজীর একবছর বিনা শ্রমকারাদন্ড ও দুজনকে ১০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন। সাজা প্রাপ্ত কাজী উপজেলার মঠবাড়ি ইউনিয়নের কাজি আবু ছালেহ এর পুত্র জহিরুল ইসলাম।তাকে এক বছরের বিনাশ্রম কারা দন্ডাদেশ প্রদান করেছেন এবং মেয়ের দুলা ভাই বারবাকপুর গ্রামের তোফাজ্জেন হাং পুত্র সাইদুল ইসলাম(২৮) ও রাজাপুর নিবাসী আঃ লতিফ হাং পুত্র মোঃ জিয়াউর রহমান (৪০) কে বাল্য বিবাহে সহযোগীতার অপরাধে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেছেন।জানা গেছে,- আজ শুক্রবার সকালে বাঘড়ি কাজি অফিসে বিবাহ রেজিঃ হয়।পরে দুপুরে বর কনের বাড়িতে গেলে বাল্য বিবাহের খবর পেয়ে কনের বাড়িতে অভিযান তাদের আটক করে,।পরে আজ বিকাল ৫ টায ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার বিষয়টি আমলে নিয়ে বিবাহ পন্ড করে দেয় ও সংশ্লিস্টদের সাজা প্রদান করেন ও মুচলেকা গ্রহন করেন।