রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: বলিউডের অন্যতম হট গার্ল বলা হয় তাকে। শাহরুখ খানের বিপরীতে ছইয়া ছইয়া হোক কিংবা মুন্নি বদনাম হুয়ি, বলিউডে একের পর এক আইটেম নম্বরে দর্শকের নজর নিজের দিকে ঘুরিয়ে নেন। বুঝতেই পারছেন, মালাইকা অরোরার কথাই বলা হচ্ছে।
যে কোনও ফ্যাশন শো হোক কিংবা রিয়েলিটি শো, এসবের পাশে পাপারাতজির নজর সব সময় মালাইকার জিমের রুটিনের উপর থাকে। মুম্বাইতে প্রতিদিন নিজের যোগের ক্লাসে হাজির হন মালাইকা। অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করতে পাপারাতজি সব সময় মুখিয়ে থাকেন। এবার তার অন্যথা হয়নি।
মঙ্গলবার মালাইকা যখন জিমে হাজির হন, তখন গাড়ি থেকে নামার পরপরই অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করতে শুরু করে পাপারাতজি। কিন্তু মালাইকার পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়। টিশার্টের সঙ্গে কালো রঙের যে শর্টস পরে মালাইকা হাজির হন, তখন তাঁর শরীর পুরোপুরি ঢাকা পড়েনি ওই পোশাকে। মালাইকার পরনে ওই পোশাক দেখার পরই শুরু হয়ে যায় জোর সমালোচনা।
সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় বলিউড জুড়ে। অর্জুনের সঙ্গে মালাইকা গাঁটছড়া বাঁধবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা না গেলেও, তাদের জুটি নিয়ে প্রায় সব সময় সরগরম হয়ে উঠছে পেজ থ্রি-র পাতা।