২১ নভেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি
বিদেশে নারী কর্মীদের সুরক্ষায় রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে এবার বৈঠক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৈঠকে নারী কর্মীদের সুরক্ষায় গঠিত নতুন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা বলেন বিদেশগামী বাংলাদেশি কর্মী যদি নিয়োগকর্তার সঙ্গে চুক্তির বিষয়ে অবগত না থাকেন কিংবা বিদেশ যাত্রার সময় কোন চুক্তি কপি না থাকে তাহলে সেই কর্মীর যাত্রা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ডিসেম্বর মন্ত্রণালয়ের পক্ষ হতে একটি নির্দেশনা জারি করা হবে বলেও জানান তিনি। এসময় সচিব আরো জানান জারি করা নির্দেশনায় উল্লেখ থাকবে- সই করা চুক্তি সম্পর্কে কর্মীকে বুঝতে হবে এবং একই সাথে চুক্তির বিষয়গুলো রিক্রুটিং এজেন্সিকেও বলতে হবে। আর এ বিষয়টি যাচাই বাছাই করার জন্য তিন থেকে চারটি পদক্ষেপ গ্রহণ করা হবে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এর জন্য যাচাই করা হবে যে চুক্তি সম্পর্কে কর্মী জানেন কিনা? সেই সাথে কর্মী যখন এয়ারপোর্টে যাবে তখন সেখানে যাচাই-বাছাই করা হবে এবং এ সম্পর্কে রিক্রুটিং এজেন্সি যদি কর্মীকে বুঝিয়ে না দেয় অথবা কর্মীদের সঙ্গে যদি চুক্তি কপি না থাকে তাহলে সেই কর্মীর যাত্রা বন্ধ করে দেওয়া হবে। এসময় সচিব আরও বলেন একই সাথে আমরা সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি গুলোকেও দায়বদ্ধতার মধ্যে আনার জন্য চেষ্টা করছি। এজন্য দূতাবাসে রিক্রুটিং এজেন্সির নিবন্ধিত হওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাতে কোনো অভিযোগ এলে আমরা কালো তালিকাভুক্ত করতে পারি। মেডিকেল ও ট্রেনিং যথাযথভাবে না করে কর্মীকে বিদেশে পাঠানো হলে ওই এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবং ইতিমধ্যেই একশটিরও বেশি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। যারা ভালো কাজ করবে তাদের পুরস্কৃত করা হবে এবং যারা অন্যায় করবে তাদের শাস্তি পেতে হবে বলেও জানান সচিব সেলিম রেজা। এ সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন- সংসদীয় কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সাবেক সচিব নমিতা হালদার, ডিজি সামসুল আলম, ফিমেল ওয়ার্কার রিক্রুটিং এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ- ফোরাব সভাপতি টিপু সুলতানসহ প্রবাসী কল্যান মন্ত্রনালয় ও বিএমইটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।