২১ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক::লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ শরিফুল ইসলাম নামে এক অস্ত্র চোরাচালানকারীকে আটক করেছে রংপুর র্যাব ১৩।
শনিবার রাতে জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শরিফুল ইসলাম ওই উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামের ইয়াকুব আলী ছেলে। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রোববার বিকালে প্রেস ব্রিফিং এ তথ্য জানান রংপুর র্যাব ১৩ ’র উপ-অধিনায়ক (মিডিয়া অফিসার) মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।
র্যাব জানান, শরিফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অস্ত্র চোরাচালানসহ সন্ত্রাসী কার্যকলাপ করে মাদক ব্যবসা করে আসছে। এমন গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপেজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে রংপুর র্যাব ১৩’র একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি করলে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব সদস্যরা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম র্যাবের কাছে পিস্তলসহ শরিফুল ইসলাম নামে এক অস্ত্র চোরাচালানকারীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।