২১ নভেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলায় ৩৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এসব জুয়াড়িদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার বরিশালটাইমসকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ট্রলার থেকে এ জুয়াড়িদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে জুয়া খেলায় জড়িত। জুয়া খেলার ওপর কঠোর নজরদারি থাকায় তারা নদীকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছিল বলেও জানান তিনি।
নেছারাবাদ উপজেলায় সব প্রকার জুয়াসহ অবৈধ কার্যক্রম বন্ধ করতে পুলিশ প্রশাসন সচেষ্ট বলে জানান থানার ভারপ্রাপ্ত এ কর্মকর্তা।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’