২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং প্রায় ১৫ জন আহত হয়েছেন। নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে চর কিশোরগঞ্জ এলাকার ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক জানান, দিবাগত রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ এবং শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে নিহত হন একজন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের নেয়া হয়েছে মিটফোর্ড হাসপাতালে। নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।