২১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ময়মনসিংহ: একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবত বিভিন্ন পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে লোভনীয় অফার দিয়ে দেশের বিভিন্ন স্থানে সহজ-সরল লোকদের ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। এমন খবর ময়মনসিংহ পুলিশ সুপারের (এসপি) কাছে এলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেন।
ময়মনসিংহে অভিযান চালিয়ে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন প্রতারক চক্রের সদস্য মো. সারোয়ার উদ্দিন ভূঁইয়াকে (২৮) আটক করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরে ওসি ওই চক্রের সদস্যদের শনাক্ত করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানায় অভিযান চালিয়ে সারোয়ারকে আটক করে।
জেলা পুলিশের ডিবি শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, আটক সারোয়ারের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানার মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।