২১ নভেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় অপহরন মামলায় তিন সহদর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃতা কলেজ ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আ.ছালাম মাতুব্বরের মেয়ে কলেজ ছাত্রী সোনিয়া আক্তারকে কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই প্রেম নিবেদন করে আসছিল একই এলাকার ইউসুফ শিকাদের ছেলে ফোরকান শিকদার। ফোরকানের প্রেমে সারা না দেওয়ায় কলেজ ছাত্রী সোনিয়া আক্তারকে ২০ নভেম্বর সকালে সরকারী গৌরনদী কলেজে যাওয়ার পথে রাজিহার-রাংতা-গৌরনদী সড়কের রাংতা নামক স্থানে বসে ফোরকান শিকদারের নেতৃত্বে ৩-৪ জনের একটি দল অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় কলেজ ছাত্রী সোনিয়া আক্তারের পিতা ছালাম মাতুব্বর বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামী ইউসুফ শিকদারের তিন সহদর ছেলে ফোরকান শিকদার, আরিফ শিকদার, আলামিন শিকদারকে মঙ্গলবার রাতে এসআই জামাল হোসেন নিজ এলাকা থেকে গ্রেফতার করে এবং অপহৃতা কলেজ ছাত্রী সোনিয়াকে উদ্ধার করে। বুধবার অপহৃতা কলেজ ছাত্রী ও তিন সহদরকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।