২০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-
আগৈলঝাড়ায় বাকাল ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ও বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাকাল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মৃনাল জয়ধরের সভাপতিত্বে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অপূর্ব লাল হালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার ও উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক প্রমুখ। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে রমেশ চন্দ্র অধিকারী সভাপতি ও সহিদুল ইসলাম পাইক সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি গঠন করা হয়েছেন। একইদিন সকালে গৈলা ইউনিয়ন পরিষদ মাঠে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহম্মদ গাজীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে হালিমুজ্জান হালিম সভাপতি ও তরিকুল ইসলাম চাঁন সাধারণ সম্পাদ নির্বাচিত করে ৬৯ সদস্য বিশিষ্ট গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।