২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেস্ক::বরিশালের পুলিশ লাইন এলাকায় ‘হটপ্লেট’ ও ‘হুপারস ক্যাফে’ নামক রেস্তোরাঁকে ষাটহাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে বরিশালের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এসএম অজিয়র রহমানের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়, শহরের বিভিন্ন দোকানে রান্না করা অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর ভোজ্য তেল ব্যবহারসহ অন্যান্য অপরাধের প্রমাণ পাওয়ায় নগরীর পুলিশ লাইন এলাকায় ‘হটপ্লেট’ ও ‘হুপারস ক্যাফে’ নামক রেস্তোরাঁকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর ধারা ৪৩ অনুযায়ী প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী জানান, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক বিবেচনা করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
উক্ত মোবাইল কোর্টে র্যাবের একটি টিম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশালের সহকারী পরিচালক অভিযান পরিচালনায় সহায়তা করেন।